লামা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নিয়মিত সুপারভিশন ও মনিটরিংয়ের অংশ হিসেবে ১০ নভেম্বর,২০২২ খ্রি: তারিখ আকস্মিক ফাইতং ইউনিয়নের সুতাবাদী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদ। এসময় তিনি কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীদের সাথে কৌশল বিনিময় এবং চিকিৎসা সেবা প্রদান করেন। কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রম তদারকি করেন। কমিউনিটি ক্লিনিকের হাজিরা খাতা, সাধারণ রোগী রেজিষ্ট্রার, ঔষধ মজুদ রেজিষ্ট্রার, এএনসি ও পিএনসি রেজিষ্ট্রার, শিশু রেজিস্ট্রার ইত্যাদি তদারকি করেন। এসময় সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জয়তুন্নেছা এবং এমএইচভিগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস